শীত পড়তেই মাইথনে পর্যটকের আনাগোনা শুরু হয়ে যায়। মাইথনে শুধু দূরের পর্যটকেরাই ভিড় জমান, এমন নয়। শহর লাগোয়া বাংলা-ঝাড়খন্ডের বাসিন্দারাও নিয়মিত সময় কাটাতে আসেন। মাইথনে নৌকাবিহার পর্যটকদের কাছে খুব প্রিয়। পর্যটকরা নৌকায় চেপে দ্বীপগুলিতে বেড়াতে যান। ডিসেম্বর মাস শুরু হতেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে।
সালানপুর পঞ্চায়েত সমিতি মাইথন ড্যামে পিকনিকের জন্য আসা গাড়িগুলি থেকে টোলট্যাক্স আদায় শুরু করেছে। বড়বাসের জন্য ২০০টাকা, মিনিবাসের জন্য ১৫০টাকা ও ছোটগাড়ির ক্ষেত্রে ১০০টাকা করে নেওয়া হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য অক্ষয় লায়েক জানান টোলট্যাক্স থেকে সংগৃহীত টাকা পিকনিক স্পটের উন্নয়নে ব্যবহৃত হবে। পিকনিক স্পটের সুস্থ পরিবেশ বজায় রাখতে ডিজে এবং মদ্যপান সম্পুর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নৌকাগুলিতে ৮জনের বেশি যাত্রী নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
পিকনিক করতে আসা মানুষজনের অভিযোগ টাকা দিয়েও পরিষেবা মিলছে না। পানীয় জল ও মহিলাদের বাথরুমের ব্যবস্থা না থাকায় ভীষণ অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনের বিশেষ নজর দেওয়া উচিৎ। প্রতিবছর ২৫ ডিসেম্বর বিশাল সংখ্যক মানুষ মাইথন ড্যামে পিকনিক করতে যান।