হাইটেনশন তারের নীচে পাকা বাড়ির ছাদ ঢালাই করতে গিয়ে দুই রাজমিস্ত্রী গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হল। নষ্ট হল ওই এলাকার বহু বাড়ির ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স জিনিস পত্র। আগুন ধরল একটি দোকানে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দুর্গাপুরের ২৫ নং ওয়ার্ডের মহালক্ষ্মী পার্কে।
জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট দুই রাজমিস্ত্রীর নাম কামাল শেখ ও নকুল ঘোষ। মুর্শিদাবাদের কামাল শেখের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মহালক্ষ্মী পার্কে রবি ঠাকুর নামে এক ব্যক্তির নির্মীয়মাণ বাড়িতে ঢালাই করতে গিয়ে অসাবধানতায় একটি রড হাইটেনশন তারে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় শেখ কামাল ও নকুল ঘোষ। নির্মীয়মাণ রবি ঠাকুরের বাড়ির পাশেই একটি ওষুধের দোকানেও আগুন ধরে যায়। ওই এলাকায় অনেক বাড়ির ইলেকট্রনিক্স জিনিসপত্রও পুড়ে যায়। দমকলকে খবর দেওয়া হলেও দমকল আসার আগেই স্থানীয় মানুষ দুই রাজমিস্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং ওষুধের দোকানের আগুন নেভান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মাণ বাড়ির মালিক রবি ঠাকুরকে আটক করে থানায় নিয়ে যায়। হাইটেনশন তারের নীচে কি ভাবে রবি ঠাকুর বাড়ি তৈরি করছেন তার তদন্তের দাবি জানান স্থানীয় মানুষজন।