ফের বাড়ি ফাঁকা পেয়ে বাড়ির তালা ভেঙে চুরি হল দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সুনীতি চ্যাটার্জী পথে। বাড়ির মালকিন অন্বেষা রায়চৌধুরী রবিবার থেকে বাড়ির বাইরে আছেন। পড়শিরা জানান অন্বেষাদেবী রবিবার বেড়াতে গেছেন। বাড়ির পরিচারিকাকে বাড়ি দেখাশোনার দায়িত্বে দিয়ে গেছেন।
রোজকার মত মঙ্গলবার সকালে বাড়ির পারিচারিকা অন্বেষাদেবীর বাড়িতে এসে দেখেন গেটের তালা ভাঙা। পরিচারিকা, আরতি হাড়ি পড়শিদের বিষয়টি জানান। পড়শিরা সিটি সেন্টার ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। জানা গেছে, বাড়ির মূল্যবান সর্বস্ব চুরি হয়ে গেছে। বাড়ির মালকিন না থাকায় কি কি জিনিস চুরি গেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
Like Us On Facebook