রানিগঞ্জের নিমচা ফাঁড়ি এলাকায় এক বছরের এক শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক বছর বত্রিশের প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। পরে প্রতিবেশীরা তাকে ধরে পুলিশের হাতে তুল দেয়।
স্থানীয় মানুষজনের অভিযোগ, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ সাতগ্রাম এলাকার বাসিন্দা বিজয় ভুঁইঞা প্রতিবেশীর এক ঘুমন্ত শিশু কন্যাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সই সময় শিশুটি কেঁদে উঠলে প্রতিবেশীরা বিজয়কে ধরে ব্যাপক মারধর করে। পরে নিমচা ফাঁড়ির পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। মঙ্গলবার অভিযুক্তকে আসানসোল মহকুমা আদালতে পাঠানো হয়। কি কারণে বিজয় ভুঁইঞা শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল উলিশ তা খতিয়ে দেখছে।
Like Us On Facebook