দুর্গাপুরের বিধাননগরে রাজ্য পুলিশের কাউন্টার ইন্সারজেন্সি ফোর্স (সিআইএফ) ক্যাম্পের ২নম্বর গেটের সামনে একটি ড্রেনের কালভার্টের তলায় শনিবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল ২৬নম্বর ওয়ার্ডের অন্তর্গত।
খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ ও ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন মাজি ছুটে আসেন। পুলিশের অনুমান এই মৃতদেহটি বেশ কয়েকদিন আগের। একেবারে বিকৃত হয়ে গেছে। স্থানীয় মানুষ দুর্গন্ধের সূত্র ধরে শনিবার সকালে ড্রেনের কালভার্টের নীচে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতের পরিচয় জানতে খোঁজ খবর শুরু করেছে বলে জানা গেছে।
Like Us On Facebook