দুর্গাপুর নগর নিগমের এক স্বাস্থ্য কর্মীকে বৃহস্পতিবার ভরদুপুরে বাড়ির কাছে মাথায় আঘাত করে ব্যাঙ্ক থেকে তোলা টাকা, পাশ বই সহ ব্যাগে থাকা অন্যান্য সব কিছু ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইবাজরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভিরিঙ্গী গ্রামের মনসা তলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, ভিড়িঙ্গীর বাসিন্দা বনানী কোনার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য কর্মী। কাজ সেরে বাড়ি ফেরার পথে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেনাচিতি শাখা থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ভিড়িঙ্গীতে তাঁর বাড়ির কাছে টোটো থেকে নেমে বাড়ি ঢোকার মুখে দুই যুবক বাইকে করে আচমকা এসে প্রথমে বনানীদেবীকে মাথায় আঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বনানীদেবী ব্যাগ হাতছাড়া না করায় তাঁকে ছিনতাইবাজরা ফের ধাক্কা দিয়ে তাঁর ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর বনানীদেবী চিৎকার করলে ছিনতাইবাজ দুই যুবক পালাতে গিয়ে প্রথমে সামনে একটি ড্রেনে পড়ে যায়। এরপর দুই ছিনতাইবাজ দ্রুত গতিতে বাইক চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। দুই ছিনতাইবাজের একজনকে বনানীদেবী চিনতে পেরেছেন বলে দাবি করেন।
বনানীদেবী বলেন, দুই ছিনতাইবাজের মধ্যে একজন ব্যাঙ্কে পাশ বই আপডেট করার সময় পাশে দাঁড়িয়ে সব দেখছিল। বনানীদেবীর দাবি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে সব। বনানীদেবী আরও বলেন, আমার যে ব্যাগটি ছিনতাই করে নিয়ে গেল ছিনতাইবাজরা সেই ব্যাগে সদ্য ব্যাঙ্ক থেকে তোলা ১৫ হাজার টাকা ব্যাঙ্কের পাশ বই, চেক বই সহ মোবাইল ও ঘড়ি ছিল। মানসিক ভাবে ভারাক্রান্ত বনানী কোনার প্রশ্ন তোলেন, ব্যাঙ্ক থেকে অনুসরণ করে ভরদুপুরে বাড়ির সামনে থেকে যদি ছিনতাইবাজরা এভাবে সব কিছু ছিনিয়ে নিয়ে যায় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? বনানীদেবীর মতো ভিড়িঙ্গী গ্রাম সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের অনেকেই প্রশ্ন তুলছেন পুলিশি নিরাপত্তা নিয়ে।