দুর্গাপুরের চন্ডীদাস মার্কেট সংলগ্ন এক শিশুশিক্ষা কেন্দ্রের বাথরুমের চৌবাচ্ছায় এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে রবিবার এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, মৃত মহিলার নাম গৌরী বাদ্যকর (৬৭)। গৌরীদেবী ওই শিশুশিক্ষা কেন্দ্রে গত ১২ বছর ধরে রান্নার কাজ করতেন।
রবিবার শিশুশিক্ষা কেন্দ্র ছুটি। রবিবার তাই গৌরীদেবী রান্নাঘর পরিষ্কার করতে শিশুশিক্ষা কেন্দ্রে যান। গৌরীদেবী যাওয়ার ঘন্টা খানেক পর ওই শিশুশিক্ষা কেন্দ্রের এক পরিচারিকা মালতি মন্ডল শিশুশিক্ষা কেন্দ্রে স্নান করতে গিয়ে দেখেন শিশুশিক্ষা কেন্দ্রের বাথরুমের চৌবাচ্ছায় গৌরীদেবী মুখ গুঁজে পড়ে আছেন। মালতি মন্ডল সঙ্গে সঙ্গে গৌরীদেবীর বাড়িতে খবর দেন। গৌরীদেবীর ছেলে কানু বাদ্যকর সহ বাড়ির লোকজন ছুটে আসেন। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা গৌরীদেবীকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়। গৌরী বাদ্যকরের রহস্য মৃতু নিয়ে বি-জোন ফাঁড়ির পুলিশ তদন্তে নেমেছে।