বুধবারের মত একইভাবে দুর্গাপুরে ঢুকে পড়া দ্বিতীয় হাতিটিকেও বৃহস্পতিবার ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠালো দুর্গাপুরের বন দফতর। এদিন কাঁকসার আড়া শিবতলার জঙ্গলে দ্বিতীয় হাতিটিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করে ক্রেন দিয়ে ট্রাকে তুলে ঝিলিমিলির জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার দুর্গাপুরের এফসিআই কলোনির জঙ্গলে বন দফতরের কর্মীরা একটি হাতিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে কাবু করে বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠায়।
বুধবার সকালে এই দুটি হাতিই বাঁকুড়ার জঙ্গল থেকে দামোদর পেরিয়ে দুর্গাপুরে ঢুকে পড়ে দুর্গাপুর স্টেশন বাজার কড়ঙ্গ পাড়া হয়ে বিধান নগরের বিভিন্ন এলাকায় হয়ে একটি হাতি আড়া শিবতলার দিকে চলে যায় অপর হাতিটি এফসিআই কলোনির জঙ্গলে আশ্রয় নেয়। হাতি দুটি লোকালয়ে ঢুকে পড়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের কর্মীরা বুধবার ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে একটি হাতিকে ট্রাকে করে বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠায়। অপর হাতিটিকেও বৃহস্পতিবার সকালে একই কায়দায় ঘুমপাড়ানি ইনজেকশনে কাবু করে ট্রাকে চাপিয়ে বন দফতরের কর্মীরা বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গলে পাঠায়।