দুর্গাপুরের বর্ষীয়ান সিপিএম নেতা তারাশঙ্কর শুকুল সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বাম আন্দোলনে দুর্গাপুরের অন‍্যতম প্রথম সারির নেতা ছিলেন তারাশঙ্কর শুকুল। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ ছিলেন। বাম আন্দোলনে পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তিনি এক সময়।

শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েক বছর আগেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তারাশঙ্করবাবু। তাঁর মৃত্যু সংবাদে দুর্গাপুরের সিপিএম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বেনাচিতির জলখাবার গলি সিপিএমের দলীয় কার্যালয়ে প্রচুর দলীয় কর্মী সোমবার রাতে তারাশঙ্কর শুকুলের মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন। সিপিএম কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তাঁর মরদেহ হাসপাতাল থেকে ভিড়িঙ্গী মোড় হয়ে মিছিল করে বেনাচিতি জলখাবার গলিতে আনা হবে। সেখানে দলীয় কর্মীরা তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

Like Us On Facebook