আসানসোল ও রানিগঞ্জে অশান্তির জন্য ২১৮ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দ্বিতীয় দিন পরীক্ষায় বসতে পারে নি। অশান্তির জন্য যে সব পরীক্ষার্থী পরীক্ষকেন্দ্রে যেতে পারি নি সরকার সেই সব ছাত্র-ছাত্রীদের পুনরায় পরীক্ষায় বসার ব‍্যবস্থা করুক। আসানসোল ও রানিগঞ্জ যাওয়ার পথে ক্ষণিকের জন্য দুর্গাপুরে এসে সাংবাদিক সম্মেলনে শনিবার এই দাবি করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

এদিন সুজন চক্রবর্তী বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়কেই সমান দোষী করে বলেন বিজেপি বিভেদের রাজনীতি করে। কিন্তু এখন রামকে নিয়ে তৃণমূল কংগ্রেসও প্রতিযোগিতায় নেমে পড়েছে। মহাকাব‍্যের রামকে রাজনীতিতে নিয়ে এসেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। সুজন বাবু এদিন রাজ‍্য সরকারের পক্ষ থেকে রামনবমী পালনের জন্য বিভিন্ন আখড়াকে পাঁচ হাজার টাকা করে দেওয়ারও সমালোচনা করেন। সাংবাদিক সম্মেলনের পরেই সুজন চক্রবর্তী দলীয় নেতাদের সঙ্গী করে আসানসোল ও রানিগঞ্জ পরিদর্শনে ‌চলে যান। কিন্তু আসানসোলের দলীয় কার্যালয় পর্যন্ত যেতে দেওয়া হলেও অশান্ত এলাকায় যেতে দেওয়া হয় নি সুজনবাবুকে।

Like Us On Facebook