৫ মার্চ দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদ মুমতাজ সংঘমিতাকে এএসপি বাঁচানোর আন্দোলনকে পার্লামেন্টে পৌঁছে দেওয়ার পরামর্শ দেন।
মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ মুমতাজ সংঘমিতাকে এএসপি নিয়ে পার্লামেন্টে দ্রুত সোচ্চার হতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরী বিরেন্দর সিং-এর সঙ্গে দেখা করে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে স্মারকলিপি দেবার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। দলের পার্লামেন্টারি কমিটির নেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে দলের সাংসদরা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় ভারী শিল্পগুলি বাঁচাতে যেমন পার্লামেন্টে সোচ্চার হন তেমনই কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী চৌধুরী বিরেন্দর সিংয়ের কাছেও দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে স্মারকলিপি দেন।