মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরের সৃজনীতে সোমবার প্রশাসনিক বৈঠকের কয়েক ঘন্টা আগেই রবিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসপাতালের সুপারের হাতে রোগীদের জন্য ছয়টি হুইল চেয়ার দান করলেন।
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উত্তম মুখার্জী দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাসের হাতে হুইল চেয়ার গুলি তুলে দেন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী বলেন, দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত হুইল চেয়ারগুলি খুব খারাপ অবস্থা দেখে গিয়েছিলাম। তাই হাসপাতালের সুপারের হাতে রোগীদের ব্যবহারের জন্য ছয়টি হুইল চেয়ার তুলে দিলাম। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী এদিন হুইল চেয়ার প্রদান প্রত্যক্ষ করেন।
Like Us On Facebook