হিমোফিলিয়া আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সদস্যদের আনন্দ দিতে দুর্গাপুর হিমোফিলিয়া সোসাইটির সদস্যরা দুর্গাপুরের সিটি সেন্টারে আনন্দ অ্যামিউসমেন্ট পার্কে রবিবার পিকনিকের আবহে গেটটুগেদারের আয়োজন করে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা সহ বীরভূম, বাঁকুড়া ও ধানবাদের হিমোফিলিয়া আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরের আনন্দ এমিউসমেন্ট পার্কে গেট টুগেদারের বিশাল আয়োজন করা হয়।

সকালের ব্রেক ফাস্ট থেকে দুপুরে ভুরিভোজ সঙ্গে পার্কের দোলনা, টয় ট্রেন চড়ার আনন্দে রোগ ভুলে শিশু ও পরিবারের সদস্যরা ক্ষণিকের জন্য অন‍্য স্বাদ উপভোগ করেন। দুর্গাপুরের হিমোফিলিয়া সোসাইটির সহ-সভাপতি অজয় রায় বলেন, হিমোফিলিয়া আক্রান্ত শিশু ও তাদের পরিবারের সদস্যদের রবিবার ক্ষণিকের আনন্দ দিতে পেরে খুব ভালো লাগছে। আমরা হিমোফিলিয়া আক্রান্ত শিশু ও তাদের পরিবারগুলির মুখে হাসি ফোটাতে সারা বছর বিভিন্ন কর্মসূচি নিয়ে তাদের পাশে থাকি।



Like Us On Facebook