পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্পের উদ্যোগে দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি খাদি মেলা শুরু হল শুক্রবার। এই মেলা খাদি বস্ত্র, ক্ষুদ্র ও হস্ত শিল্পের প্রদর্শনী ও বিপণনের জন্য আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের আর এক মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুর নগর নিগম, দুর্গাপুর মহকুমা প্রশাসন ও আসানসোলে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রশাসনিক শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার খাদি ও ক্ষুদ্র শিল্প কর্মে যুক্ত ব্যবসায়ীরা বিভিন্ন শিল্প কর্ম নিয়ে বিক্রি ও প্রদশর্নীর জন্য মেলায় যোগদান করেন।
Like Us On Facebook