.

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ডেপুটি জেনারেল ম‍্যানেজার থেকে জেনারেল ম‍্যানেজার পদে উন্নীত হলেন নয় জন আধিকারিক। সোমবার দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও অরুণ কুমার রথ তাঁদের পদোন্নতির কথা ঘোষণা করে তাঁদের অভিনন্দন জানান। দুর্গাপুর স্টিল প্লান্টের বিভিন্ন বরিষ্ঠ আধিকারিকরাও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিইও অরুণ কুমার রথ নতুন জেনারেল ম্যানেজারদের অভিনন্দন জানানোর পাশাপাশি নতুন দায়িত্বে তাঁদের সাফল্য কামনা করেন।

Like Us On Facebook