ডিভিসির দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে (ডিটিপিএস) কয়লা পোড়া গরম ছাই গায়ে পড়ে তিন ঠিকা শ্রমিক দগ্ধ হয়ে গেলে তাঁদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল শনিবার রাতে।
এই ঘটনায় দুর্গাপুরে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পোড়া গরম ছাই হঠাৎ করে তিন ঠিকা শ্রমিক বিশ্বনাথ দাঁ, জাপান বুট ও প্রদীপ বাউরীর গায়ে পড়ে যায়। তিন শ্রমিকই গুরুতর দগ্ধ হয়ে যান। তাঁদের আর্তনাদে অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। তাঁদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Like Us On Facebook