সেন্ট্রাল ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুর্গাপুরের ভগৎ সিং মোড়ের মাইকেল মধুসূদন কলেজের পাশে একটি এটিএমে ঢুকে শনিবার রাতে দুষ্কৃতীরা এটিএম মেশিন ভাঙতে তান্ডব চালায়। রাতের নিরাপত্তা রক্ষী ইন্দল সিং বাল্মিকীকে মারধর করে মুখ-হাত-পা বেঁধে ফেলে রেখে এটিএম ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ।

রবিবার সকালে সজল চ‍্যাটার্জী নামের আর এক নিরাপত্তা রক্ষী এটিএমে ডিউটিতে এসে রাতের নিরাপত্তা রক্ষীকে মুখ-হাত-পা বাঁধা অবস্থায় দেখে বাঁধন খুলে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্তে নেমেছে। রাতের নিরাপত্তা রক্ষী ইন্দল সিং বাল্মিকীকে পুলিশ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এটিএমে দুষ্কৃতী তান্ডবের খবর চাউর হতেই গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

আপডেট:
এটিএম ভেঙে দুষ্কৃতীদের লুটের চেষ্টার ঘটনায় আটক নিরাপত্তা রক্ষী ইন্দল সিং বাল্মিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদে নয়া তথ্য সামনে এল। পুলিশের এসিপি (পূর্ব) খান্ডেলওয়াল উমেশ গণপত বলেন, সকালে এটিএমের নিরাপত্তা রক্ষী গল্প ফেঁদেছিল যে পাঁচ জন দুষ্কৃতী তার মুখ-হাত-পা বেঁধে এটিএম ভাঙার চেষ্টা করে। এসিপি পূর্ব বলেন, নিরাপত্তা রক্ষীর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে জেরা করে জানা গেছে যে শনিবার রাতে সে ডিউটিতেই ছিল না। রাতের নিরাপত্তা রক্ষী পুলিশকে মিথ্যা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করল কেন সেই রহস্য উন্মোচন করতে তদন্তে নেমেছে পুলিশ। সোমবার ব‍্যাঙ্ক খুললে তারপর ব্যাঙ্ক কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে পুলিশ আপন গতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Like Us On Facebook