.
দুর্গাপুর মাড়োয়ারি যুব মঞ্চ ও বিভিন্ন সংস্থার উদ্যোগে দুর্গাপুরের সবুজায়ন, ক্লিন সিটি ও সেভ অয়েলের লক্ষ্যে রবিবার সকালে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। দুর্গাপুরের বিধাননগর থেকে শুরু হয়ে এই র্যালি শেষ হয় ভিড়িঙ্গী লক্ষীনারায়ণ মন্দিরে। এদিনের এই সাইকেল র্যালিতে দুর্গাপুরের প্রচুর মানুষ অংশ নেন। র্যালিতে সমাজের বিশিষ্ট মানুষরাও অংশ নেন।
দুর্গাপুরের সবুজায়ন, ক্লিন সিটি ও সেভ অয়েলের লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগকে সাধুবাদ জানান দুর্গাপুর মিশন হাসপাতালের সিইও ডা. ইন্দ্রনীল মুখোপাধ্যায় ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. অভিষেক রায়। পাশাপাশি তাঁরা দুর্গাপুরের মানুষকে এই র্যালিতে অংশ নেওয়ারও ডাক দেন।
Like Us On Facebook