রাজনীতির অঙ্গন ছেড়ে সরস্বতী পুজোর সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মেয়ে নয়নার মঙ্গল কামনায় সস্ত্রীক দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দিরে এসে পুজো দিলেন।

সোমবার সন্ধ্যায় আসানসোল থেকে সরাসরি দুর্গাপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে স্ত্রী রচনা ও কন‍্যা ছোট্ট নয়নাকে নিয়ে চলে আসেন বাবুল সুপ্রিয়। মন্দিরে পুজো দেন। বেশ কিছুক্ষণ মন্দিরে বসেন। ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের পক্ষ থেকেও এদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে সম্মানিত করা হয়। মন্দিরের ইতিহাস সমৃদ্ধ একটি পুস্তিকা সহ প্রসাদ তুলে দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর হাতে। জনপ্রিয় গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে আগমনে নাচন রোডে জনপলাবন ঘটে সোমবার সন্ধ্যায়।


Like Us On Facebook