দুর্গাপুরের ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত ঝান্ডাবাগে একটি চানাচুর কারখানায় রবিবার সকালে হঠাৎ করে আগুন লাগলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দমকল বাহিনী আসার আগেই স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অগ্নিবিধি বা সরকারি নিয়মের তোয়াক্কা না করে চানাচুর ব‍্যবসায়ী আগুনের ভাটি জ্বালাচ্ছেন দীর্ঘদিন ধরে। একই সঙ্গে ভেজাল মেশানো হচ্ছে চানাচুরে। একই অভিযোগ জানালেন স্থানীয় কাউন্সিলর সুশীল চ‍্যাটার্জীও। সুশীলবাবু বলেন, দুর্গাপুর নগর নিগমের ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স নেই এই চানাচুর ব‍্যবসায়ীর। কোন সরকারি নিয়মের তোয়াক্কা করে না এই চানাচুর ব‍্যবসায়ী। আজকের আগুনে বড় রকম ক্ষয়ক্ষতি হতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করে সরকারি নিয়ম না মেনে ব‍্যবসা করলে কোন ভাবেই ব‍্যবসা করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন স্থানীয় কাউন্সিলর সুশীল চ‍্যাটার্জী।

রঙ মিশিয়ে ভাজা হচ্ছে মটর

স্থানীয় কাউন্সিলর সুশীল চ‍্যাটার্জী

Like Us On Facebook