শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুরের মসাগ্রামে তৃণমূলের পঞ্চায়েতী রাজ সম্মেলনে যোগ দিতে আসেন অরূপ বিশ্বাস। ছিলেন অপর মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা।

এদিন অরূপবাবু বলেন, বর্ধমান কাটোয়া রেল নাকি বন্ধ করে দেবে। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ক্ষমতা থাকলে বন্ধ করে দেখান। বাংলার মানুষ এর প্রতিরোধ করবে। কোনো রেললাইন বন্ধ হবে না। কারণ মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় এই রেললাইন চালু করেছিলেন। তাই মুখ্যমন্ত্রীকে বিপাকে ফেলতেই এই চক্রান্ত কেন্দ্রের। বাংলার মানুষের ভালো করা নিয়ে কোন চিন্তাভাবনা নেই কেন্দ্রের। অথচ বলছে কি না বাংলার মানুষের ভোট চাই। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে প্রশ্ন তোলেন তিনি। কোনোদিনই মানুষের জন্য না ভেবে আজ ভোট চাইতে আসছে। গরিব মানুষ রোজগার করে ব্যাংকে টাকা রাখছে। আর মোদী সরকার বিল আনতে চলেছে কোনো ব্যাংক ডুবে গেলে রাষ্ট্রের কোনো দায়িত্ব থাকবে না। ভারতবর্ষে স্বৈরাচারীর রাজত্ব চলছে।


Like Us On Facebook