দুর্গাপুরের কাদারোড এলাকায় জাতীয় সড়কে এক বাইকের পিছনে একটি ট্রাক সজোরে ধাক্কা মারলে দুই বাইক আরোহী জাতীয় সড়কে ছিটকে পড়েন। বাইক চালক গুরুতর আহত হলেও বাইকের পিছনে বসা তাঁর স্ত্রী লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
প্রত্যক্ষদর্শিরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিকে আটক করে ট্রাকের চালককে গণপিটুনি দিয়ে রক্তাক্ত করে তোলে। আহত বাইক আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এসে ট্রাক চালককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এই পথ দুর্ঘটনার জন্য বেহাল ট্রাফিক ব্যবস্থাকেই দায়ী করেন। জানা গেছে, মৃত মহিলার নাম মুন্নী বার্ণওয়াল (৪৩)। মেনগেট এলাকার বাসিন্দা। আহত বাইক আরোহীর নাম প্রহ্লাদ বার্ণওয়াল। তিনি পেশায় মুদি দোকানদার। মুন্নি বার্ণওয়াল ও প্রহ্লাদ বার্ণওয়াল তাঁদের কাদারোডের দোকান থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনা ঘটে।