বুধবার দুপুরে একটি যাত্রী বোঝাই বাস উল্টে ৩৫ জন যাত্রী আহত হন। ঘটনাটি ঘটেছে জামালপুরের জোরবাঁধ এলাকায়। আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে মেমারি-তারকেশ্বর রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মেমারি-তারকেশ্বর রুটের একটি যাত্রীবাঝাই বাস তারকেশ্বর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জামালপুরের জোরবাঁধ এলাকায় উল্টে যায়। এই ঘটনায় ৩৫ জন যাত্রী আহত হন। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিল। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনার কথা স্থানীয় পুলিশ ও বিডিওকে জানান। খবর পেয়ে পুলিশ ও বিডিও ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩৫ জন যাত্রীর চিকিৎসা করা হয়। সাত জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ওই বাস যাত্রীদের গন্তব্যে পৌঁছনর ব্যবস্থা করা হয়।