যথাযথ মর্যাদায় স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী পালিত হল দুর্গাপুর জুড়ে। শুক্রবার স্বামীজির জন্মবার্ষিকী পালন উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন ও সংস্থা দিনভর নানান ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করে। এদিন দুর্গাপুর নগর নিগমের যুব কল্যাণ দপ্তর সৃজনীতে বিবেক চেতনা উৎসবের আয়োজন করে।
দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষও শুক্রবার ভাবগম্ভীর পরিবেশে স্বামীজিকে শ্রদ্ধাঞ্জলি জানায়। এদিন সকালে এক অরাজনৈতিক মঞ্চের উদ্যোগে দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত নাচন রোড ধরে এক শোভাযাত্রা বের হয়। বিধাননগরেও এদিন একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তাছাড়া দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে শুক্রবার রোগীদের ফলদান ও বিভিন্ন অনুষ্ঠানে দুস্থ মানুষদের শীতবস্ত্র দান করে বিভিন্ন সংগঠন ও সংস্থা। দুর্গাপুরের এমএএমসি’তে বিজেপি কর্মীরা শুক্রবার স্বামীজির মূর্তিতে মাল্যদান করে স্বামীজির জীবন দর্শন তুলে ধরেন।