দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের আমরাই মহাশ্মশানে রবিবার সকালে পশ্চিমবঙ্গ সরকারের বৈতরণী প্রকল্পের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়।
জানা গেছে, দুর্গাপুরের অন্যান্য ওয়ার্ডেও খোলা জায়গায় যে সব শ্মশানে দাহ কার্য চলছে সেই সব শ্মশানগুলিতে বৈতরণী প্রকল্পে একটি ছাদ, পাকা রাস্তা, শ্মশানের পাঁচিল, আলোর ব্যবস্থা, পুরুষ ও মহিলা দের আলাদা স্নান ও পোষাক বদলের জায়গা করে দেওয়া হবে। দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন, আমরাই গ্রামের প্রাচীন মহাশ্মশানটিতে গ্রামের মানুষের সুবিধার্থে উন্নততর পরিষেবা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় বৈতরণী প্রকল্পে ৭ লক্ষ ৯২ হাজার ২৫৬ টাকায় আমরাই মহাশ্মশানের উন্নয়ন ঘটানো হচ্ছে। প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে গ্রামের মানুষ, মহাশ্মশানের মহারাজ ও স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।