পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাও শুক্রবার পানাগড় ও দুর্গাপুর স্টেশন পরিদর্শন করলেন। উদ্বোধন করলেন সিসিটিভি কন্ট্রোল রুম।

এদিন পূর্ব রেলের জেনারেল ম‍্যানেজার প্রথমে পানাগড় রেলস্টেশন পরিদর্শন করেন এর পর দুর্গাপুর রেলস্টেশন পরিদর্শন করে যাত্রী নিরাপত্তায় নব নির্মিত সিসিটিভি কন্ট্রোল রুম, অফিসার্স রেস্ট রুম, চিলড্রেন্স পার্ক, চিত্র প্রদর্শনীর উদ্ধোধন করেন। একই সঙ্গে তিনি এদিন রেলের লাইন যাত্রী সুরক্ষায় কতটা নিরাপদ রয়েছে সেই দিকটিও যেমন পরিদর্শন করেন তেমনই যাত্রীদের বিভিন্ন অসুবিধা গুলি জানতে যাত্রীদের সঙ্গেও কথা বলেন। এরপর পূর্ব রেলের জেনারেল ম‍্যানেজার হরিন্দ্র রাও স্পেশাল ইন্সপেকশন কোচে আসানসোল স্টেশন পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।



Like Us On Facebook