আনন্দ অ‍্যামিউসমেন্ট পার্ক বর্ষ বিদায় ও বর্ষ বরণের সন্ধ্যায়

বর্ষ বরণের জন্য আলোকমালায় সেজে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চল। রবিবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বর্ষ বিদায় ও নতুন বর্ষকে বরণের জন্য নতুন সাজে সেজে উঠল দুর্গাপুর। দুর্গাপুরের মানুষ বর্ষ বিদায় ও নতুন বর্ষের আহ্বানে সাড়া দিতে রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল আনন্দে মেতে ওঠে। বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে মুম্বাই ও কলকাতার নামিদামী গায়ক-গায়িকাদের নিয়ে জলসার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুরের জাংশন মলেও মানুষের ঢল নামে। দুর্গাপুরের বিভিন্ন চার্চেও নতুন বছরকে সাদরে আহ্বান জানাতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। নিউ ইয়ারকে স্বাগত জানাতে সেজে উঠেছে দুর্গাপুরের আনন্দ অ্যামিউসমেন্ট পার্কও।

ইংরেজী নব বর্ষের রাতে যাতে কোনোভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বিশেষ নজরদারি শুরু করেছে সিটি সেন্টারের বিভিন্ন এলাকায়। বিশেষ করে সিটি সেন্টারের জাংশন মল চত্বর কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মুড়ে ফেলা হয়েছে। দুর্গাপুরের এসিপি বিমল কুমার মন্ডল বিশাল পুলিশ বাহিনী নিয়ে গোটা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন।






Like Us On Facebook