.

হেলমেট পরার উপকারিতা কী, একই সঙ্গে হেলমেট না পরার অপকারিতাই বা কী। দুর্গাপুরের স্টিল টাউনশিপে বাইক আরোহীদের হাতেকলমে বোঝাতে শনিবার দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশ কর্মীরা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে বাইক আরোহীদের সচেতন করতে হেলমেট পরে বাইক নিয়ে সচেতনতা র‍্যালি করল। বি-জোন ফাঁড়ি থেকে শনিবার সকালে র‍্যালি শুরু হয়। স্টিল টাউনশিপ বি-জোনের বিভিন্ন এলাকা ঘোরে এই র‍্যালি। পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলান্টিয়াররাও পথ চলতি মানুষকে হেলমেটের ব্যবহার ও বাইকের বৈধ কাগজপত্র গাড়ীতে রাখার পরামর্শ দেন এদিন।

Like Us On Facebook