শেষ হওয়ার মুখে খালি গ্যাস সিলিন্ডার উল্টে রান্না করতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুর্গাপুর স্টিল টাউনশিপ চন্ডীদাস মার্কেট সংলগ্ন একটি বাড়ির সমস্ত জিনিসপত্র শুক্রবার রাতে পুড়ে ছাই হয়ে গেল। বাড়ির লোকজন বিপদ আন্দাজ করতে পেরে বাড়ির বাইরে বেরিয়ে আসায় বরাত জোরে সকলেই প্রাণে বেঁচে যান।
চন্ডীদাস মার্কেটের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে। পড়শীদের তৎপরতায় দমকলকে খবর দিলে দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নেভায়। জানা গেছে বাড়ির আসবাবপত্র ও একটি স্কুটার সহ বাড়ির অনেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় সিলিন্ডার বিস্ফোরণে। দমকল কর্মীরা বলেন, কোন কারণে গ্যাস সিলিন্ডারের সঙ্গে সরাসরি অগ্নিসংযোগ হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Like Us On Facebook