বর্ধমান পৌর উৎসব ২০১৭। ক্যামেরাবন্দি হল বুধবার পৌর উৎসবের কিছু রঙীন মুহুর্ত।
উল্লেখ্য, শনিবার বর্ধমান শহরের উৎসব ময়দানে শুরু হয়েছে বর্ধমান পৌর উৎসব। রাঢ় বাংলার পীঠস্থান, পর্যটনে বর্ধমান – এই থিম নিয়ে শুরু চলছে এবারের পৌর উৎসব। উদ্বোধন করেন প্রখ্যাত চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় ও প্রবাদ প্রতিম অভিনেত্রী সুপ্রিয়াদেবী। উৎসব উপলক্ষে মেলার মাঠে প্রতিদিন জেলা ও রাজ্যস্তরের শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
Like Us On Facebook