বুধবার জাতীয় সড়কের উপর পাঁচটি ফুট ওভারব্রিজ নির্মাণের শিলান্যাস করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ২ নম্বর জাতীয় সড়কের বামনা মোড়, চাঁদা মোড়, বাঁশড়া মোড়, অন্ডাল গ্রাম মোড় ও বাঁশকোপা মোড়ে হবে এই পাঁচটি ফুট ওভারব্রিজ। স্থানীয় মানুষজনের আবেদনে সাড়া দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা পারাপারের সুবিধার্থে ওই পাঁচটি জায়গায় ফুট ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়। বুধবার অন্ডাল গ্রাম মোড়ে ১৮ কোটি টাকার এই প্রজেক্টের শিলান্যাস করলেন বাবুল সুপ্রিয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এই ফুট ওভারব্রিজগুলি তৈরি করতে ৬ থেকে ৮ মাস সময় লাগবে।

অন্যদিকে, বুধবার রাজবাঁধের বাসিন্দারা ফুট ওভারব্রিজের দাবিতে বাঁশকোপা টোল প্লাজায় টোল আদায় বন্ধ করে দিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ফুট ওভারব্রিজ না থাকায় ওই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। রাজবাঁধের তিন স্কুলছাত্রীকে জাতীয় সড়কে রাজবাঁধ টোল প্লাজার সামনে বুধবার সকালে একটি বর্ধমান-বোলপুরগামী বাস ধাক্কা মারলে স্থানীয় বাসিন্দারা টোল প্লাজা বন্ধ করে দেয়।

Like Us On Facebook