সগড়ভাঙার অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্যক্তির খুনিদের ফাঁসির দাবিতে দুর্গাপুরের সগড়ভাঙায় শুক্রবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করল স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাতে এক অজ্ঞাত পরিচয় ব‍্যাক্তিকে এন ব্লকে জ্বলন্ত অবস্থায় পুড়ে মারা যেতে দেখেন বাসিন্দারা।

পরে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করে। জানা যায়, অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্যক্তি হলেন স্থানীয় বাসিন্দা তাপস মিত্র। এরপরেই খুনের অভিযোগে গ্রেফতারের দাবিতে মৃত ব্যক্তির স্ত্রী মন্দিরা মিত্র ও পরিবারের উপর ক্ষোভে ফেটে পড়ে চড়াও হন এবং মারধর করেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরা মিত্রকে উদ্ধার করতে পুলিশের কাল ঘাম ছুটে যায়। শেষমেষ পুলিশ মন্দিরা মিত্রকে উদ্ধার করে গ্রেপ্তার করে। এদিকে শুক্রবার দুর্গাপুরের মহকুমা আদালতে পুলিশ মন্দিরা মিত্রকে হাজির করলে আদালত মন্দিরা মিত্রকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Like Us On Facebook