আদালতের নির্দেশে শেষমেষ বেনাচিতি ভারতীয় হিন্দি হাইস্কুলের মিড-ডে মিলের স্টোর রুমের তালা খুলল শুক্রবার। গত কয়েক মাস ধরে মিড-ডে মিলের অচলাবস্থা কাটিয়ে ফের সোমবার থেকে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিড-ডে মিল পেতে চলেছে বলে জানা গেছে।

স্কুলের প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদকে স্কুলে আর্থিক দুর্নীতি ও মিড-ডে মিলের দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করে মামলা দায়ের করা হয়েছে। এদিকে প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদ স্কুলের মিড-ডে মিলের স্টোর রুমে তালা ঝুলিয়ে দেন। প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির টানাপড়েনে স্কুলের মিড-ডে মিল বন্ধ হয়ে যায়। ছাত্র-ছাত্রীরা মিড-ডে মিল থেকে বঞ্চিত হয়। শেষমেষ দুর্গাপুর আদালত স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল চালু করার নির্দেশ দেন। শুক্রবার মহামান্য আদালতের নির্দেশে দুর্গাপুর মহকুমা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধি, স্কুল শিক্ষা দপ্তরের প্রতিনিধি, পুলিশ ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে স্কুলের মিড-ডে মিলের স্টোরটি খুলে দেওয়া হয়।

Like Us On Facebook