.
গুজরাত ও হিমাচল প্রদেশ বিধানসভা ভোটে বিজেপির সাফল্যে দুর্গাপুরের মামড়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করালেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পথচলতি মানুষকে বিজেপি কর্মীরা লাড্ডু সহ বিভিন্ন মিষ্টি মুখে তুলে দেন। বিজেপি কর্মীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক প্রকল্পে গুজরাত ও হিমাচল প্রদেশের মানুষ ফের ক্ষমতায় এনেছে বিজেপিকে দুই রাজ্যে। বিজেপি কর্মীরা বলেন, আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও মানুষ প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপিকেই ভোট দেবে।
Like Us On Facebook