ফের চুরির ঘটনা ঘটল দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত সরপি গ্রামে। ফাঁকা বাড়িতে এবার পাঁচিল টপকে চোরের দল বাড়িতে ঢুকে আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লাউদোহা থানা এলাকায় কয়েক মাস ধরে পরপর চুরির ঘটনা ঘটলেও পুলিশ চোর ধরতে না পারায় এলাকার বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে।

জানা গেছে, দুর্গাপুর অ‍্যালয় স্টিল প্ল্যান্টের অবসরপ্রাপ্ত কর্মী পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় চাকরি থেকে অবসর গ্রহণ করার পর সরপি গ্রামে বাড়ি করে বসবাস করছেন। পাঁচকড়িবাবুর দুই ছেলে দুর্গাপুরেই থাকেন। সোমবার দুপুরে পাঁচকড়িবাবু সস্ত্রীক ডাক্তার দেখাতে দুর্গাপুরে গেলে ফিরে এসে দেখেন বাড়ির সদর দরজায় তালা থাকলেও ভেতরের দরজা খুলে চোরের দল সব নিয়ে পালিয়েছে। বাড়ির মালিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় বলেন, এর আগেও একবার চুরির ঘটনা ঘটছে। বার বার চুরির ঘটনা ঘটায় পাঁচকড়িবাবু এখন চোরের আতঙ্কে ভুগছেন। কেবলমাত্র পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ই নয় একই ভয় গোটা এলাকায়। সকলেই পুলিশের নজরদারির অভাবকেই দুষছেন।

Like Us On Facebook