দুর্গাপুরের বেনাচিতি বাজারে সোমবার মাঝ রাতে ঘোষ মার্কেটের একটি থার্মকলের দোকানের দু’তলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে ভষ্মিভূত হল পর পর তিনটি দোকানের সমস্ত সামগ্রী। দুই তলায় গুদামে সোমবার মাঝ রাতে অগ্নিকাণ্ডে ঘটায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা খবর দিলে স্থানীয় ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে প্রান্তিকা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ তড়িঘড়ি সিটি সেন্টারের ফায়ার সার্ভিসে খবর দেয়।
দমকল বাহিনীর ৬টি ইঞ্জিন এলেও সিটি সেন্টার ফায়ার স্টেশনের দমকল বাহিনীর ৩টি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়। সিটি সেন্টার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এসআর জানা একথা জানান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। বেনাচিতি বাজার ঘিঞ্জি এলাকা। প্রচুর দোকান পরপর রয়েছে। সঠিক সময়ে দমকল বাহিনী না আসতে পারলে আরও অনেক দোকান ভষ্মীভূত হতে পারতো বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। ঘোষ মার্কেটের ব্যবসায়ীরা জানান, একটি থার্মোকলের দোকানের গুদামে প্রথমে আগুন লাগে। তার পর পরপর তিনটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। ফলে পাশাপাশি প্রায় ২০টির মত দোকানে কম-বেশি আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে।