.

মালদহের সৈয়দপুরের শেখপাড়া গ্রামের আফরাজুল খানকে রাজস্থানে কুপিয়ে জ্বালিয়ে হত‍্যা করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিল বের হয় এই ঘটনা জানাজানি হতেই। নিন্দার ঝড় উঠল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়েও। শুক্রবার দুর্গাপুর সোশ্যাল মিডিয়া সেন্টারের সদস্যরা ব‍্যানার হাতে মোমবাতি জ্বালিয়ে দুর্গাপুর রেলস্টেশনের বাইরে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানান। এই প্রতিবাদে সামিল হন দুর্গাপুরের বহু মানুষ। সোশ্যাল মিডিয়া সেন্টারের সদস্যরা এই নৃশংস হত‍্যা কান্ডের দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Like Us On Facebook