এএসআই স্বামীর মানসিক নির্যাতনের শিকার হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এক মহিলা কনস্টেবল আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের স্টিল টাউনশিপ এ-জোনের এসএন ব্যানার্জী রোডে। মৃত ও অভিযুক্ত দুই পুলিশ কর্মীই দুর্গাপুর থানায় কর্মরত। জানা গেছে, মৃত মহিলা কনস্টেবলের নাম কণিকা দত্ত। পারুলিয়ার বাসিন্দা। বর্তমানে কনস্টেবল কণিকা দত্ত দুর্গাপুর থানায় কর্মরতা ছিলেন। অপরদিকে অভিযুক্ত এএসআই সঞ্জীব দত্ত দুর্গাপুর থানার কমব্যাট ফোর্সে কর্মরত আছেন। বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি।
সাতবছর আগে প্রেমের সম্পর্ক থেকে দুই পুলিশ কর্মী বিয়ে করেন। সব ঠিকঠাক চললেও হঠাৎ এএসআই সঞ্জীব দত্ত বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়াতে কণিকা দত্তের সঙ্গে মনোমালিন্য শুরু হয় বলে মৃত কণিকার পরিবারের অভিযোগ। ২০ নভেম্বর মনোমালিন্য চরমে পৌঁছালে কণিকাদেবী আত্মঘাতী হতে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে নেন় বলে অভিযোগ। সঞ্জীববাবু আটকাতে গেলে তাঁর হাতও পুড়ে যায় বলে জানা গেছে। এরপর অগ্নিদগ্ধ কণিকা দত্তকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ১ ডিসেম্বর কণিকাদেবী মারা যান। এরপরেই কণিকা দত্তর বাবার বড়ি থেকে এএসআই সঞ্জীব দত্তের বিরুদ্ধে কণিকা দত্তকে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। দুর্গাপুর থানার পুলিশ অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্ত এএসআই সঞ্জীব দত্তকে পুলিশ দুর্গাপুর আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।