.

জলাধারে মাছ ব্যবস্থাপনা নিয়ে মাইথনে তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। বৃহস্পতিবার শেষ হয় এই প্রশিক্ষণ শিবির। ডিভিসি, মাটি সংরক্ষণ দপ্তর, মৎস দপ্তর ও মাইথন প্রজেক্ট যৌথভাবে এই শিবিরের আয়োজন করে। এই শিবিরে মাইথন প্রজেক্টের আশপাশের এলাকা থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। হাতে-কলমে শিক্ষা দিতে শিক্ষানবিসদের দিয়ে প্রায় ২ লাখ মাছের পোনা ছাড়া হয় মাইথন জলাধারে। ডিভিসি কর্তৃপক্ষ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রজেক্টের অধীনে মাছের পোনা বিনামূল্যে মাইথন প্রজেক্টের আশপাশের মানুষজনকে দিয়ে থাকে মাছ চাষের জন্য।

Like Us On Facebook