এবার করোনা চিকিৎসায় গ্রামীণ চিকিৎসকদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হল, রাজ্যের তরফে। জেলায় শুরু হল প্রশিক্ষণ দেওয়া। একদিকে যখন করোনা সংক্রমণ শহরাঞ্চলে হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন গ্রামীণ এলাকাতেও বাড়ছে সংক্রমণ। ফলে রীতিমত চিন্তায় এখন প্রশাসন তথা সরকার। প্রত্যন্ত গ্রামের কোন মানুষ করোনায় আক্রান্ত হলে শহরের হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসা যাওয়ার সমস্যা রয়েছে। অথচ তাঁদের চিকিৎসা পাওয়ার অধিকারও রয়েছে। এমতাবস্থায় করোনা কালে কোন মানুষ যেন চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেজন্য বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। প্রত্যেক জেলায় জেলায় গ্রামীণ চিকিৎসকদের করোনা চিকিৎসায় যুক্ত করার নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়ে গেল গ্রামীণ চিকিৎসকদের ব্লকভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার কাজ। এদিন বর্ধমানের জামালপুর সহ বেশ কয়েকটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কয়েকটি ধাপে শতাধিক গ্রামীণ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হল। এদিন জামালপুর ব্লকের মোট ৩৮৪ জন গ্রামীণ চিকিৎসকদের মধ্যে ৪ দফায় ১৫০ জনেরও বেশি চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হল। এই চিকৎসকদের হাতে তুলে দেওয়া হল মাস্ক ও স্যানিটাইজার।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, সাধারণত গ্রামীণ এলাকার মানুষদের কোনরকম সমস্যা হলে প্রথমেই তাঁরা গ্রামীণ এলাকার চিকিৎসকদের কাছেই যান। আর তাই গ্রামীণ চিকিৎসকদের কোভিড চিকিৎসায় যুক্ত করতে পারলে জেলার প্রত্যন্ত এলাকার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন কিনা, তাঁরা চিকিৎসা পাচ্ছেন কিনা প্রভৃতি তথ্যও জেলা প্রশাসনের হাতে চলে আসবে।

প্রশিক্ষণে গ্রামীণ চিকিৎসকদের জানানো হয়েছে, তাঁদের কাছে করোনা উপসর্গ নিয়ে যদি কোন রোগী আসেন, সেক্ষেত্রে তাঁর তথ্য সংশ্লিষ্ট ব্লক মেডিকেল অফিসারকে জানাতে হবে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পাঠানোরও নির্দেশ দেওয়া হচ্ছে।

Like Us On Facebook