.
পানাগড় কিংস্টার হোটেল থেকে ২০ নভেম্বর রাতের সিআইডি অভিযানের সময় পলাতক মাদক পাচারকারীকে ধরতে পাঞ্জাবের সিআইডি’র বিশেষ টিম সোমবার দুর্গাপুরে এল। সোমবার কাঁকসা থানায় পাঞ্জাবের সিআইডি টিম পলাতক কুখ্যাত মাদক পাচারকারী করণবীর সিং-এর ফেলে যাওয়া গাড়িটি ও ধৃত দুই মহিলা ও তাদের পুরুষ সঙ্গীটির পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নেয়। এবং পুলিশ হেফাজতে থাকা জগদীশ সিং ও জেল হেফাজতে থাকা দুই মহিলা মাদক পাচারকারীকে সোমবার দীর্ঘক্ষণ জেরা করে। জানা গেছে সিআইডি পলাতক মাদক পাচারকারী মূলপান্ডা করণবীর সিং-এর মাথার দাম ধার্য করেছে দশ লাখ টাকা। সূত্র মারফত জানা গেছে, পাঞ্জাব সিআইডি ধৃতদের নিজেদের হেফাজতে নিতে বুধবার আদালতে আবেদন করবে।
Like Us On Facebook