এলাকায় পর পর চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। প্রকাশ‍্য দিবালোকে অন্ডাল থানার় উখরায় বিভিন্ন মানুষের সাইকেল, ভ‍্যান, গরু ইত্যাদি চুরি যাচ্ছিল। অথচ পুলিশ চোর ধরতে পারছিল না। শুক্রবার এলাকার মানুষ ফাঁদ পেতে সেই চোরকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল।

এলাকার বাসিন্দা প্রশান্ত বাউরির অভিযোগ, এলাকায় একের পর এক সাইকেল, ভ‍্যান চুরি যাচ্ছিল। অথচ পুলিশ চোর ধরতে পারছিল না। শুক্রবার আমরা ফাঁদ পেতে সেই চোরকে ধরে ফেলি। প্রশান্ত বাউরির দাবি পুলিশ কড়া ব‍্যবস্থা নিলে চুরি যাওয়া সমস্ত সাইকেল ও ভ‍্যান ওই চোরের কাছ থেকে উদ্ধার করা সম্ভব। স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত চোরের নাম ফটিক গোস্বামী।

Like Us On Facebook