নোট বাতিলের বর্ষপূর্তিতে ৮ নভেম্বর দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুর্গাপুর জুড়ে বিক্ষোভ মিছিল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করার পর ফের রবিবার শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান থেকে এডিডিএ পর্যন্ত বিশাল মিছিল করে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে।
মিছিল শেষে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বদল সহ সাম্প্রতিক সমস্ত সিদ্ধান্তের বিরুদ্ধে শিল্পাঞ্চলের সমস্ত নেতাই সরব হন। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সকল নেতাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়কে গদ্দার বলে মুন্ডুপাত করেন। ওয়াকিবহাল মহল মনে করছেন মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব এদিন থেকেই লাগাতার বিজেপি বিরোধী আন্দোলন শুরু করল।
Like Us On Facebook