ভিন রাজ্যের চোরাই করা বিভিন্ন গাড়ি ও ট্রাক দুর্গাপুরে এনে বিক্রি করার দায়ে স্টিল টাউনশিপ ভগৎ সিং রোডের বাসিন্দা মহম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল শনিবার। ওড়িষার বাসিন্দা বিনোদ জয়সোয়ালের গাড়ি রাস্তার পাশের একটি ধাবা থেকে চুরি যাওয়ার তদন্তে নেমে ওড়িষা পুলিশ গাড়িতে লাগানো জিপিএস সিস্টেম ট্র্যাক করে চুরি যাওয়া গাড়ির হদিশ পায় দুর্গাপুরে। সেই মত দুর্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। দুর্গাপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভগৎ সিং রোড থেকে শনিবার গ্রেফতার করে মহম্মদ সেলিম নামের এক ব্যক্তিকে। পুলিশ জানায় মহম্মদ সেলিম নামের ওই ব্যক্তির বাড়িতে প্রচুর গাড়ি রয়েছে। পুলিশ মনে করছে আন্তরাজ্য গাড়ি চুরির একটি বড় চক্রের মাথা হল এই মহম্মদ সেলিম। পুলিশ মহম্মদ সেলিম-এর ডেরা থেকে ১১টি বিভিন্ন ধরণের গাড়ি, ট্রাক ও ডাম্পার বাজেয়াপ্ত করে। মহম্মদ সেলিমকে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর আদালতে রবিবার হাজির করলে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন। এদিন আদালতে মহম্মদ সেলিম নিজেকে নির্দোষ দাবি করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে।