ডেঙ্গি সহ মশা বাহিত অজানা জ্বরের আতঙ্কে গোটা শহর আতঙ্কিত। দুর্গাপুর নগর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের ভিড়িঙ্গী স্কুল পাড়ায় গোবিন্দ বাগদি নামে এক ২৩ বছরের যুবক একদিনের অজানা জ্বরে মারা যাওয়ায় শহর জুড়ে আরো আতঙ্ক চেপে বসেছে। দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে বিভিন্ন এলাকায় জোরদার সাফাই অভিযান চলছে। সঙ্গে মশার লার্ভা নিধনে লার্ভিসাইড স্প্রে, ব্লিচিং পাউডার ছড়ানো ও বিভিন্ন এলাকায় মশা তাড়াতে কামান দাগছে দুর্গাপুর নগর নিগম। তথাপি মশার আতঙ্ক পিছু ছাড়ছে না শহরবাসীর। আতঙ্কিত মানুষের মনে তাই আস্থা তৈরি করতে এবার সরাসরি সাফাই অভিযানে নামলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। বৃহস্পতিবার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ৩ নম্বর বরো চেয়ারপার্সন সুস্মিতা ভুঁই সহ দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে নিয়ে ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করার কাজ পরিদর্শন করেন এবং একই সঙ্গে নিজে এলাকার বিভিন্ন নিকাশি নালায় ব্লিচিং পাউডার ছড়ালেন। মেয়র দিলীপ অগস্তি বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দুর্গাপুর নগর নিগমের সঙ্গে এলাকার সমস্ত মানুষকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
মশা বাহিত বিভিন্ন রোগ থেকে নাগরিকদের নিস্কৃতি দিতে ১৯ নম্বর ওয়ার্ডেও পুর কর্মীদের তৎপরতা দেখা গেল। এই ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় নিকাশি নালা সহ বিভিন্ন জায়গায় লার্ভিসাইড তেল স্প্রে, ব্লিচিং ছড়ানো ও মশা তাড়াতে কামান ব্যবহার করেন পুর কর্মীরা। একইসঙ্গে নোংরা আবর্জনা সাফাই অভিযানও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ১৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রভাত চট্টোপাধ্যায় বলেন, অজানা জ্বরের আতঙ্ক ছড়িয়েছিল গোটা ওয়ার্ডে। মশা নিধনে নগর নিগমের উদ্যোগে সেই আতঙ্ক অনেকটা দূর হয়েছে।