দুর্গাপুরের ভিড়িঙ্গী আমরা ক’জন ক্লাবের সদস্যরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে শ্যামা পুজোর় খরচ বাঁচিয়ে ১৫০ জন দুস্থকে বস্ত্র দান করে শনিবার। বিশিষ্ট সাহিত্যিক ডঃ সুশীল ভট্টাচার্য ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জগবন্ধু কর্মকার দুস্থ মানুষজনের হাতে বস্ত্রগুলি তুলে দেন এদিন। এলাকার বিশিষ্টজনেদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।
Like Us On Facebook