জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই অসমাপ্ত রাস্তায় টোল সংগ্রহে গাড়িচালকদের ক্ষোভ ও টোলপ্লাজার কম্পিউটার সিস্টেম বসে যাওয়ায় সদ্য চালু হওয়া ২নং জাতীয় সড়কের বাঁশকোপা টোলপ্লাজাটি চালুর একদিন পরেই বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ করে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও টোলপ্লাজা কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পরেই ফের কবে চালু হবে টোলপ্লাজাটি তা ঠিক হবে বলে জানা গেছে। বুধবার থেকে চালু হয় নবনির্মিত বাঁশকোপা টোলপ্লাজাটি। চালকদের অভিযোগ, পরিকাঠামো সম্পূর্ণ না করেই জাতীয় সড়কে বাঁশকোপার টোলপ্লাজাটি চালু করে দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই চালকদের কাছ থেকে ২নং জাতীয় সড়কে টোল সংগ্রহ করায় একদিকে জাতীয় সড়কে যানজট অপরদিকে টোলপ্লাজার সিস্টেম বসে যাওয়া উভয়ের ক্ষোভে ফেটে পড়েন গাড়িচালক সহ যাত্রীরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ করে দেয় টোলপ্লাজাটি।