সোমবার দুর্গাপুরের আমরাই-এর পূর্বাচল আবাসন থেকে গলায় শিকল পরানো অবস্থায় উদ্ধার নেহা নুনিয়াকে মঙ্গলবার সকালে দুর্গাপুর পুলিশ প্রশাসন চাইল্ড কেয়ার সেন্টারে পাঠালো। এদিকে নেহাকে নির্মম ভাবে নির্যাতন করার অপরাধে নেহার পালিতা মা-বাবা মালতি ও মহেন্দ্র নুনিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সোমবার রাতে ছেড়ে দেওয়ায় শিল্পাঞ্চল জুড়ে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন ওঠে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সমস্ত বিতর্ক সরিয়ে স্পর্শকাতর বিষয়টি পরিষ্কারভাবে ব‍্যাখা করে জানান, দশ বছরের কিশোরী নেহাকে যেভাবে পালিত মা-বাবা নির্মম ভাবে গলায় শিকল দিয়ে অমানবিক নির্যাতন করেছে আইন মোতাবেক তার জন্য প্রয়োজনীয় শাস্তি পাবে। তার আগে চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। তারাই প্রয়োজনীয় শাস্তি দেবে। তাদের হাতে সমস্ত বিষয়টি তুলে দেওয়া হয়েছে। শাস্তি পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, বাড়িতে কাজ না করে খেলার অপরাধে দুর্গাপুরের আমরাই-এর পূর্বাচল আবাসনে ইসিএলে কর্মরত স্বামী-স্ত্রী মহেন্দ্র ও মালতি নুনিয়া তাদের পালিতা কন্যাকে মাস ভোর গলায় শিকল বেঁধে তালা বন্ধ করে রাখে গোয়াল ঘরে রান্নার গ্যাস সিলিন্ডারের সঙ্গে। পড়শীদের তৎপরতায় দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নির্দেশে পুলিশ নেহাকে উদ্ধার করে সোমবার।

Like Us On Facebook