অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ও নবারুণ ক্লাবের দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হওয়ার পর বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের নাচন রোডে কার্যত কার্নিভালের মেজাজ। ২৫ বছর পর দুর্গাপুরের ঐতিহ্যবাহী দুই ক্লাব নবারুণ ও অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা দেখতে নাচন রোড জনসমুদ্রে পরিণত হয়। নির্ধারিত সময় সন্ধ্যা ৬ টায় ভিড়িঙ্গী মোড় থেকে বিভিন্ন সুসজ্জিত গাড়িতে মণ্ডপের ন‍্যায় বাহুবলীর বিভিন্ন দৃশ্যের মডেল সহ প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়। বিভিন্ন গাড়িতে হরেকরকম আলোকসজ্জাও সকলের মন কাড়ে। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবার দর্শকদের মন জয় করতে শোভাযাত্রায় আন্তজার্তিক খ‍্যাতি সম্পন্ন জাগলার ঝাড়খণ্ডের চতুর মাঝির মোটর বাইকে চড়ে বিভিন্ন খেলা, ছৌনাচ, রণপা, বিভিন্ন ব‍্যান্ড, লোক সংস্কৃতি সকলের মন ছুঁয়ে যায়। একই ভাবে নবারুণ ক্লাবের শোভাযাত্রায় চন্দন নগরের বিভিন্ন ব‍্যান্ড, চিরাচরিত ঢাকীর দল, ক্লাবের সদস্যরা সাদা পোশাক পরে শোভাযাত্রা অংশ নেয়। পাশাপাশি ক্লাব সদস্যদের পরিবারের মহিলারাও শোভাযাত্রায় সারিবদ্ধভাবে পা মেলান। নবারুণের কলকাতার আলোকসজ্জা শোভাযাত্রাকে এক অন‍্য মাত্রা দেয়। সব মিলিয়ে লক্ষ্মী পুজোর আগের রাত দুর্গাপুরের নাচন রোড কার্নিভালের চেহারা নেয়।

নবারুণের শোভাযাত্রা




অগ্রণীর শোভাযাত্রা

Like Us On Facebook