কলকাতার পর এবার শিল্পশহর দুর্গাপুর মায়াবী আলোয় সাজতে চলেছে দীপাবলির প্রাক্কালে। দুর্গাপুর নগর নিগম শিল্পশহরের সৌন্দর্যায়নে পথবাতি স্তম্ভগুলিতে নীল সাদা এলইডি চেন লাইট লাগানোর কাজ শুরু করেছে পুরোদমে। দুর্গাপুর নগর নিগমের অর্ন্তগত ১২ টি গুরুত্বপূর্ণ রাস্তাকে বাছাই করা হয়েছে নীল সাদা এলইডি চেন লাইট-এর জন্য। রাস্তাগুলি হল সিটি সেন্টারের ক্ষুদিরাম সরণি, অবনিন্দ্রনাথ বীথি, কবিগুরু সরণি, ভগৎ সিং মোড়, জহরলাল নেহেরু রোড, ইউরি গ্যাগরিন সরণি, ভিড়িঙ্গী বেনাচিতির আনন্দ গোপাল মুখার্জী সরণি ইত্যাদি।
নগর নিগম সূত্রে জানা গেছে ১২টি গুরুত্বপূর্ণ রাস্তায় মোট ৬০০টি বাতিস্তম্ভে এই বিশেষ মায়াবী আলো লাগানোর কাজ চলছে। ঠিকাদার নিয়োগ করে দ্রুত কাজ চলছে ১২টি গুরুত্বপূর্ণ রাস্তায়। সৌন্দর্যায়নে পুরোদমে নেমেছে নগর নিগম।
দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ, প্রভাত চট্টোপাধ্যায় বর্ধমান ডট কম-কে বলেন,”দীপাবলির আগেই শহরের ১২টি গুরুত্বপূর্ণ রাস্তাকে মায়াবী আলো দিয়ে সাজানো হচ্ছে। শহরের এই সৌন্দর্যায়নে নগর নিগম ১০.৫৬ লক্ষ টাকা খরচ করছে। দুর্গাপুরকে সুন্দর করে তোলাই আমাদের লক্ষ্য।”